বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

মালাইকার পছন্দের পুরুষ: “রুক্ষ, সাহসী আর রোমান্টিক”

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

বলিউড অভিনেত্রী **মালাইকা অরোরা** সম্প্রতি তার পছন্দের পুরুষ সম্পর্কে খোলামেলা মন্তব্য করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি **রুক্ষ ও ধারালো চেহারার পুরুষ পছন্দ করেন**, কিন্তু খুব ফর্সা, পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ তার পছন্দের তালিকায় নেই।

 

মালাইকা বলেন, পুরুষের ব্যক্তিত্বে **সাহস ও আত্মবিশ্বাস থাকতে হবে**, পাশাপাশি প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে পারা এবং ভালো চুমু খেতে জানাও তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তার পছন্দের পুরুষ হবেন স্পষ্টবাদী, মুখে থাকবে শক্ত চোয়াল, আর মনেও থাকবে রোম্যান্সের ছোঁয়া। মালাইকা নিজে রোমান্টিক এবং ভালোবাসায় বিশ্বাসী।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে, যখন এনরিক ইগলেসিয়াসের কনসার্টে **মালাইকা অরোরা ও হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতা**কে একসঙ্গে দেখা গেছে। সেখানে মালাইকা গান ও নাচের সঙ্গে হাসিমুখে যুবকের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।

 

নেটিজেনদের মধ্যে এই জুটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাদের রসায়ন প্রশংসা করেছেন, আবার কেউ মনে করছেন একসঙ্গে দেখা মানেই প্রেমের নিশ্চিত চিহ্ন নয়; হর্ষ হতে পারে শুধু তার ছেলের বন্ধু।

 

মালাইকা এ নিয়ে বলেন, **ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে।**
 

 

এই বিভাগের আরো খবর