শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

মার্কিন রণতরী মোতায়েনকে ‘যুদ্ধের উস্কানি’ বললেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫  

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের পর শুক্রবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) নতুন এক চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। তারা বলেছিল আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।”

মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি তৈরি করছে।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) জানিয়েছে, লাতিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ অঞ্চলে নতুন সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়েছে।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই অভিযানে ১০টি এফ–৩৫ যুদ্ধবিমান ও ৮টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। ট্রাম্প বলেছেন, অভিযানটি “মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।”

হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। নিহতদের অনেকেই বেসামরিক জেলে ছিলেন বলে দাবি করছে নিহতদের পরিবার ও ভেনিজুয়েলা সরকার।

ওয়াশিংটনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ভেনিজুয়েলার উপকূলের কাছে একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এই সময় মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং মার্কিন মেরিন সেনারা যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।

এই বিভাগের আরো খবর