বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮২

মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ জুন ২০২১  

মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে শ্রীলংকা। পরিবেশের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক্স-প্রেস পার্ল গত দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকার পরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে এটি। খবর বিবিসির।

জাহাজটি ডুবে গেলে সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পরবে বলে আশঙ্কা করছে পরিবেশবিদগণ। ইতোমধ্যেই সেই জাহাজের তেল এবং ধ্বংসাবশেষ ভেসে এসেছে সমুদ্রে পাড়ে। যার প্রভাবে বিষক্রিয়ায় প্রাণ হারাচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণী।

সৈকতে এরই মধ্যে তেল ছড়িয়ে গেলেও এ মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপ। বিশেষ করে প্লাস্টিকের গুড়া। শ্রীলঙ্কার পশ্চিম উপকূল জুড়ে অন্যান্য শহরেও ছড়িয়ে গেছে এই প্লাস্টিক।

এদিকে ক্ষতির পরিমাণ কমাতে জাহাজটিকে উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কার নৌবাহিনী। আর ছড়িয়ে পড়া তেল এবং প্লাস্টিক পরিষ্কার করতে নৌবাহিনীর পাশাপাশি কাজ করছে পরিবেশবিদরাও।

উল্লেখ্য, গত ১৫ মে ভারতের গুজরাট থেকে ১ হাজার ৪৮৬টি কন্টেইনার নিয়ে সাগর পথে রওনা হয় জাহাজটি। কলম্বো হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল এটি। কসমেটিকস ও প্রায় ২৫ টন নাইট্রিক এসিড ছিল জাহাজটিতে।

এই বিভাগের আরো খবর