শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: ড. মঈন খান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫  

“বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে”—এভাবেই দলের অবস্থান তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুর মঈন খান।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

 

ড. মঈন খান বলেন, “গণতন্ত্র মানে মানুষের অধিকার নিশ্চিত করা। সেখানে সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে। একজন কথা বলবে, একজন কর্তৃত্ব করবে—এটা গণতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র।”

 

তিনি আরও বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, তার যাত্রা শুরু হয়েছে এক বছর আগে। আর আসছে জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। “বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যেখানে মানুষের ভোটাধিকার, অর্থনৈতিক মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়।”

 

জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন—পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসলাম হোসেন বাবু, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।

এই বিভাগের আরো খবর