বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৭

মানবপাচারকারী চক্রের অন্যতম হোতাসহ গ্রেফতার ৮

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

মুদি দোকানি থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক বনে যাওয়া মানবপাচারকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
 
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির নাম টুটুল। তিনি মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের মূলহোতা। তার সহযোগী তৈয়বসহ আটজনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়বসহ আটজনকে গ্রেফতার করে র‌্যাব-৪।  মানবপাচার করে টুটুল মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।

আজ দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর