মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩১

মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন রফিকুল ইসলাম

জামিউল ইসলাম তুরান,

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

সমাজ ও মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেলেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড হেল্থ সেন্টার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম। 

জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস্-এর উদ্যোগে ২৩ আগস্ট (সোমবার) সংগঠনটির চেয়ারম্যান এডভোকেট মো. মনির হোসেন ও মহাসচিব এ এইচ আরমান চৌধুরী যৌথভাবে এ এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন।

এব্যাপারে মো. রফিকুল ইসলাম বলেন, আমি কোনো এ্যাওয়ার্ডের আশায় মানব সেবা বা সমাজ সেবা করিনি। কাজের বিনিময় চাই না। তবু, যেকোনো কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি কাজ করবো ৷ সকলের জন্য সহযোগিতা কামনা করবো। এ্যাওয়ার্ড যারা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই

এই বিভাগের আরো খবর