শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫  

জানা গেছে, ‘ব্রেন অ্যানিউরিজম’ অসুখে ভুগছেন কিম। সম্প্রতিই তার ধরা পড়েছে এই রোগ। ‘অ্যানিউরিজম’ শব্দটি অনেকের কাছে অপরিচিত। এটি এমন একটি সমস্যা, যা অজান্তে শরীরের মধ্যে জন্ম নেয়, কখনও আজীবন থেকে যায়। এই রোগের উপসর্গ এতটাই প্রকট যে রোগীকে বাঁচানোই প্রায় অসম্ভব হয়ে ওঠে।

অভিনেত্রীর এই অসুস্থতার খবর ‘দ্য কার্দাশিয়ানস’-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বে বিষয়টি উঠে আসে। গত বৃহস্পতিবার প্রকাশিত ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ শিরোনামের পর্বে দেখা যায়, ৪৫ বছর বয়সী কিম মস্তিষ্কের স্ক্যান করাচ্ছেন। মনিটরে স্ক্যানের ছবি দেখতে দেখতে তিনি বলেন, ‘একটা ছোট অ্যানিউরিজম আছে।’ এ সময় তার বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কার বিস্ময় বনে যান।

 

 

 

ডাক্তারের সঙ্গে আলোচনার সময় কিম আরও বলেন, ‘তারা বলেছে, এটা হয়তো শুধু মানসিক চাপের কারণেই হয়েছে।’ এর পরের দৃশ্যে কিমের সংলাপ, ‘এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ।’

তবে তার বর্তমান শারীরিক অবস্থা বা উপসর্গ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কিমের প্রতিনিধি দলও গণমাধ্যমে কোনো মন্তব্য দেয়নি।

কিম কার্দাশিয়ান প্রথম আলোচনায় আসেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ এর মাধ্যমে। পরে তিনি ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক পণ্য তৈরি করে প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড। বর্তমানে তিনি মার্কিন বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কোটিপতি উদ্যোক্তা।

‘দ্য কার্দাশিয়ানস’-এর নতুন মৌসুমে কিম, তার মা ক্রিস জেনার ও বোনদের ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক সাফল্যের নানা দিক তুলে ধরা হচ্ছে।

এই বিভাগের আরো খবর