মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

মন্দির থেকে রাজনীতির ময়দান: হিন্দু পরিবারগুলোর জামায়াতে অভিষেক

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫  

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিরল ও আলোচনাসৃষ্টিকারী এক ঘটনাই ঘটলো। উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে একসঙ্গে প্রায় ৮০টি হিন্দু পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামের একটি মন্দির প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান সম্পন্ন হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ভান্ডারীপাড়ার হিন্দু সম্প্রদায়ের নেতা বিকাশ বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই জামায়াতের আদর্শে আস্থা রাখতাম। আজ আনুষ্ঠানিকভাবে আমাদের তিনটি সমাজের প্রায় ৮০টি পরিবার জামায়াতে যোগ দিল। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামী আমাদের ধর্মীয় নিরাপত্তা দেবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারব।”

তিনি আরও জানান, যোগদান শুধু প্রতীকী নয়; এই পরিবারগুলো সক্রিয়ভাবে জামায়াতের রাজনীতিকে শক্তিশালী করতে কাজ করবে।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ এস এম মতিউর রহমান বলেন, “আজকের এই যোগদান প্রমাণ করছে—হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন দ্বিধাহীনভাবে জামায়াতে আসছেন। কারণ তারা নিরাপত্তা ও প্রকৃত স্বাধীনতা চান। আমরা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চাই।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনার ঝড় বইছে। কেউ বলছেন—এটি জামায়াতের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা বৃদ্ধির ইঙ্গিত; আবার কেউ দেখছেন এটি ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা।

এই বিভাগের আরো খবর