ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

মনোহরগঞ্জের হাসনাবাদে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মনোহরগঞ্জ  উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে হাসনাবাদ  টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল চাইনিজ  ফুটবল টুর্নামেন্ট  গতকাল মঙ্গলবার বিকেল চারটায়  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় হাসনাবাদ টাইগার্স ক্লাব বনাম আশিয়াদারী একতা ক্লাব  দুটি দল মোকাবেলা করে। আশিয়াদারী একতা ক্লাব কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাসনাবাদ টাইগার্স ক্লাব ।সেরা গোলদাতা নির্বাচিত হয় হাসনাবাদ টাইগার্স  ক্লাবের বিদ্যুৎ ।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সৌদি প্রবাসী মোঃ সোহাগ হোসেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধক ছিলেন মিজানুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন নিকসন,স্বেচ্ছাসেবক লীগের হাসনাবাদ ইউনিয়নের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান রাসেল, ইকরাম হোসেন সবুজ সহ  হাসনাবাদ ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ সদস্য, মোঃ আকবর হোসেন প্রমুখ।  খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড় দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজক ও কমিটি কে পরবর্তীতে খেলা আয়োজনের জন্য উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন বলে ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত।

তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। প্রায় এক থেকে দেড় হাজার দর্শকের সমাগম ঘটে প্রতিদিন এ  খেলা উপভোগ করার জন্য গ্রাম বাংলার এরকম একটা খেলা উপভোগ করতে পেরে দর্শকরা ধন্যবাদ জানান।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে সরিয়ে রাখতে এবং এই প্রত্যন্ত অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাটেই এই আয়োজন করা হয় প্রতি বছর।

খেলা পরিচালনা করেন জহিরুল ইসলাম। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল  নগদ পঞ্চাশ হাজার টাকা । দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ।

তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি।

অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেন, ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এলাকাবাসী ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর