রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৮

মডেল প্রিয়াঙ্কাকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

 

লাইফ সাপোর্টে আছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তিনি শ্বাস নিতে ও কথাও বলতে পারছে না। কৃত্রিম উপায়ে অক্সিজেন দেয়া হচ্ছে।


বুধবার চিকিৎসকের বরাত দিয়ে প্রিয়াঙ্কার বড় বোন লিজা জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

লিজা জামান বলেন, প্রিয়াঙ্কার অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। শ্বাস নেয়া স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তাই কিছুদিন প্রিয়াঙ্কাকে লাইফ সাপোর্টেই রাখতে হবে।

তিনি বলেন, প্রিয়াঙ্কাকে ডাকলে সাড়া দিচ্ছে না। চোখও খোলছে না।

এদিকে চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে প্রিয়াঙ্কা পরিবার। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

প্রিয়াঙ্কার বড় বোন লিজা বলেন, প্রিয়াঙ্কা চিকিৎসায় ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। আমরা দিনে দিনে অসহায় হয়ে পড়ছি। প্লিজ প্রিয়াঙ্কাকে বাঁচাতে একটু এগিয়ে আসুন।

ইতিমধ্যে প্রিয়াঙ্কাকে বাঁচাতে ০১৯১৭৮৯৪৭০৫ এবং ০১৭৪১২৩৫৩৩২ নম্বরে ফেসবুক স্ট্যাটাসে সাহায্য চেয়েছেন বড় বোন লিজা।

বেশ কিছুদিন ধরে রক্তে মারাত্মক সংক্রমণ দেখা দেয় প্রিয়াঙ্কার। গত ২৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে পরে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় প্রিয়াঙ্কাকে।

প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। এরপর অনেক নাটক, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

এই বিভাগের আরো খবর