শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১০

ভালুকায় নৌকা ডুবে ডাক্তারসহ নিহত ২

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১  

আশিকুর রহমান শ্রাবণ ভালুকা ময়মনসিংহ থেকে- ময়মনসিংহের ভালুকায় নৌকা ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে ভালুকা সরকারী হাসপাতালের চিকিৎসকদের একটি ট্রলার। এতে এতে চিকিৎসসহ দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে। 

মঙ্গলবার ১৭ আগষ্ট রাত ৮টার দিকে খিরু নদীতে আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে চিকিৎসকদের ওই ট্রলারের সঙ্গে বালু বোঝাই একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। দিনভর আনন্দ ভ্রমণ শেষে সন্ধ্যায় ভালুকায় ফেরার পথে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি নামক স্থানে খিরু নদীতে দুর্ঘটনার কবলে পরে চিকিৎসকদের বহনকরা ট্রলারটি বালু বোঝাই ট্রলারের ধাক্কায় উল্টে যায়। এসময় সকল সদস্য সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নিখোঁজ হয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত রায় ও বন্ধু মাল্টিমিডিয়ার পরিচালক তানভীর আহম্মেদ।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।

 এসময় স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজারা বেগম, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা সহ পুলিশ ও  প্রশাসনের কর্মকর্তারা, ঘটনাস্থলে গিয়ে খুঁজ নেন।

 উদ্ধার অভিযানে  রাত ১২টার দিকে তানভীরের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা। রাত  গভীর হওয়া উদ্ধার কার্যক্রম স্থগিত রাখে, পরে 
বুধবার সকাল থেকেই নিখোঁজের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা । দীর্ঘ ১৮ ঘন্টা পর  বেলা দেরটার দিকে খিরুর অথৈ জলরাশীর তলদেশে থেকে নিখোঁজ ডাঃ অমিত রায়ের মরদেহটি ময়মনসিংহ ও ভালুকার ফায়ার সার্ভিস ডুবুরিরা উদ্ধার করতে সক্ষম হন।

সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার ১৭ আগষ্ট সকালে স্বাস্থ্য চিকিৎসক এবং ঘনিষ্ঠজনরা আনন্দ ভ্রমণে বের হন।  ভালুকা থেকে খিরু নদী দিয়ে গফরগাঁও-কাপাসিয়া-শ্রীপুর সীমান্তের ত্রিমোহনী এলাকায় বেড়াতে যান তারা ।

এ ব্যাপারে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, একজন চিকিৎসক নিখোঁজ হওয়ার তথ্য তাদের জানানো হয়েছে। নৌকা দিয়ে পিকনিকে যাওয়ার বিষয় জানানো হয়নি।

এই বিভাগের আরো খবর