শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

ভবন থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৯ মে ২০২২  

নিহত শিক্ষার্থী এম ডি ইমাম হোসেন।
রাজধানীর গ্রিনরোডে ভবন থেকে লাফিয়ে পড়ে এম ডি ইমাম হোসেন (২৩) নামের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বিশ্ববিদ্যালয় ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ইমাম হোসেন ভোলার লালমোহন উপজেলার পাটোয়ারী বাড়ি নবগ্রামের আক্তার হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন ইমাম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর