বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

বয়স বাড়া কোনো ত্রুটি নয়, এটি এক সুন্দর ব্যাপার’ — তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী **তামান্না ভাটিয়া** মনে করেন, বয়স বাড়া কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি এক অনন্য সৌন্দর্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বয়স বাড়া কোনো ত্রুটি নয়, এটি একটি সুন্দর ব্যাপার।”

 

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, এখন চলচ্চিত্রশিল্পে ত্রিশোর্ধ্ব নারীদের জন্য জটিল ও শক্তিশালী চরিত্রের চাহিদা বাড়ছে। “বলিউড এখন আরও বেশি করে ৩০-এর ঘরের নারীদের গ্রহণ করছে। আগে এই বয়সের পর নারীদের পর্দায় খুব একটা দেখা যেত না,” বলেন তামান্না।

 

অভিনেত্রী স্মৃতিচারণ করে আরও বলেন, “যখন অভিনয় শুরু করি, তখন ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ত্রিশে পা দিয়েই বিয়ে করে সংসার করব। কিন্তু ২০-এর শেষে এসে নিজেকে নতুনভাবে চিনেছি। তখনই সৌভাগ্যবশত ইন্ডাস্ট্রিও নারীদের জন্য আকর্ষণীয় ও পরিপক্ব চরিত্র তৈরি করতে শুরু করে। এটি শুধু ভারতের নয়, সারাবিশ্বেরই এক ইতিবাচক পরিবর্তন।”

 

তামান্নার মতে, “কিছু মানুষ এমনভাবে কথা বলে যেন বয়স বাড়া কোনো রোগ। অথচ বয়স বাড়া মানে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও সৌন্দর্যের বিকাশ।”

 

অভিনয়ের পাশাপাশি একাধিক জনপ্রিয় আইটেম গানে নৃত্য পরিবেশন করে আলোচনায় থাকা তামান্না জানিয়েছেন, তিনি এখন আরও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চান।

 

আগামীতে শাহিদ কাপুর-এর সঙ্গে ত্রিশাল চার্ম ওয়াজ পরিচালিত অ্যাকশন থ্রিলার  ও রোমিও’ ছবিতে দেখা যাবে তামান্নাকে। ছবিটি মুক্তি পাবে **২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে।

এই বিভাগের আরো খবর