শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩১

‘ব্ল্যাক লাইট’ সিনেমায় মীরাক্কেলের রনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০  

স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। কলকাতার দর্শকপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’-এর সুবাদে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন টেলিভিশন শো, নাটক, সিনেমার কাজ নিয়ে। এরই ধারাবাহিকতায় নতুন সিনেমা সিনেমায় অভিনয় করছেন তিনি।এ ছবির নাম ‘ব্ল্যাক লাইট’।ছবিটি পরিচালনার দায়িত্ব আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা  রিয়াজুল রিজু। এরই মধ্য কক্সবাজারে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন রবি।

নির্মাতা রিয়াজুল রিজু বলেন, আমার প্রথম ছবি ছিল ‘বাপজানের বায়োস্কোপ’। যেটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। এই চলচ্চিত্রের পর ভিন্নধর্মী আরেকটি ছবি নিয়ে হাজির হচ্ছি। (২৪ অক্টোবর)  থেকে কক্সবাজারের ক্যামেরা ওপেন করেছি,সেখানে একটানা শুটিং করেছি ৬ দিন।এরপর আগামী মাসে দ্বিতীয় লটের শুটিং শুরু করার পরিকল্পনা আছে। এখানে মীরাকেল্লের রনিকে ভিন্নভাবে উপস্থাপন করেছি।আশা করি দর্শকের নতুন সিনেমাটি ভালো লাগবে।

তরুণ নির্মাতা রিয়াজুল রিজুর প্রথম চলচ্চিত্র ছিল ‘বাপজানের বায়োস্কোপ’ (২০১৫)। ছবিটি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’সহ ৮টি বিভাগে পুরস্কৃত হয়।

এই বিভাগের আরো খবর