রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০১

ব্রাহ্মণবাড়িয়ায় অটো চালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের জমি থেকে সাদ্দাম হোসেন (২৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিলের জমি থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত যুবক উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নবীনগর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজল কান্তি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়  সাদ্দাম বাসা থেকে বের হন। এরপর তার কোনো সন্ধান খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে বিলের জমিতে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর