রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৩

বুড়িগঙ্গা ফিরিছে স্বরূপে

মাহির আমির মিলন, জবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

দূষিত বুড়িগঙ্গা লকডাউনে সোনালী অতীত ফিরে পেয়েছে। লকডাউনে বন্ধ সকল ধরনের নৌযান চলাচল। ব্যস্ততম বুড়িগঙ্গা যেন লকডাউনে নিজেকে আবার সাজিয়ে তুলেছে প্রকৃতিক সৌন্দর্যে।

 বর্ষার এই মৌসুমে বৃষ্টির পানির সাথে চারদিকের পানিতে খানিকটা জোয়ার বেড়েছে বুড়িগঙ্গার পাড়ে।  বুড়িগঙ্গায় নিয়মিত পারাপার হয় দুই পাশের ব্যবসায়ীরা সাথে স্থানীয় বাসিন্দারা। তবে,লকডাউনে বন্ধ সকল নৌকা, লঞ্চ, টলারসহ সকল নৌযান সমূহ। এই সময়ে নদী তাঁর শান্ত সাবলীল ভঙ্গিতে বর্ষার মৌসুমে হারানো গৌরব ফিরে আনতে নির্বাক। 

লকডাউনে নদীতে কোনো রকমের দূষণের চাপ না থাকায় বর্ষার চিরচেনা রূপে নিজেকে মেলে ধরেছে বুড়িগঙ্গা। আজ (সোমবার) সরজমিনে গিয়ে দেখা যায় বুড়িগঙ্গার পাড় একেবারে শান্তশিষ্ট। মানুষের আনাগোনা, লঞ্চের আওয়াজ, মাঝিদের হাকডাক, হকারদের দোকানের পশরা কিংবা কুলিদের ভিড়াভিড় কিছুই নেই। 

বুড়িগঙ্গা পাড়ে ঘুরতে আসা রিকশাচালক মোহাম্মদ কালাম গাজী বলেন রুজি-রোজগার আগের মত নাই বাড়িতে টাকা পাঠাতে পারছিনা তাই মনটা খারাপ। এজন্য একলা বুড়িগঙ্গা পাড়ে বসে আছে কিন্তু এখন মনটা ভালো লাগছে নদীর পরিবেশটা দেখে। খুবই গান গাইতে ইচ্ছে করছে বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখে। 

নৌকার মাঝি মোঃ আবদুল জলিল বলেন, লোকজন নাই আমাদের নৌকা চলে না, লঞ্চগুলো সব বন্ধ এজন্য বুড়িগঙ্গাকে দেখতে এতো সুন্দর লাগছে এখন।  আমরা চাই সবসময় বুড়িগঙ্গা এমনভাবে পরিষ্কার থাকুক তাহলে আমরাও প্রাণভরে নিঃশ্বাস নিতে পারি। 

সদরঘাটে দায়িত্ব থাকা একজন পুলিশ কর্মকর্তা বলেন, আসলে আজ বুড়িগঙ্গা নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে। মনটা ভরে গেছে এমন পরিবেশ দেখে। মানুষজন যদি সবসময় বুড়িগঙ্গাকে এইরকম রাখে তাহলে আমাদেরও কাজ করতে ভালো লাগে।

এই বিভাগের আরো খবর