রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

বিয়ের তিন বছর পর হানিমুনে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

'চ্যানেল আই সেরাকণ্ঠ'-খ্যাত শিল্পী সোমনুর মনির কোনালের বিয়ে হয় ২০১৬ সালে ২১ সেপ্টেম্বর। পাত্র দৈনিক প্রথম আলো'র সাংবাদিক মনজুর কাদের জিয়া। তাদের বন্ধুত্বকে দুই পরিবার দেয়ার পারিবারিকভাবেই দুজনের বিয়ে হয়। 

মজার ব্যাপার হচ্ছে, এই দম্পতি বিয়ের তিন বছরের মাথায় হানিমুনে গেছেন যুক্তরাষ্ট্রে। এ উদ্দেশ্যে কোনাল তার স্বামীকে নিয়ে ঢাকা ত্যাগ করেছেন সোমবার মধ্যরাতের ফ্লাইটে।

সময়ের জনপ্রিয় এই গায়িকা এখন রয়েছেন আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেখান থেকে কোনাল জানিয়েছেন, ঢাকার আবহাওয়া আর এখনকার আবহাওয়া একেবারে আলাদা। মানিয়ে নিতে একটু সময় লাগছে। তাছাড়া ৩০ ঘণ্টা জার্নির পর বিশ্রাম নিচ্ছেন।

কোনাল বলেন,  দু'দিন পরে হাওয়াই যাবো। সেখানে অনেকগুলো আইসল্যান্ড। মোট ছয়দিনে ৩টা আইসল্যান্ডে ঘুরবো। এছাড়া অনেকগুলো জায়গায় যাবো, ঘোরাঘুরি করবো। টানা একমাস আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে যাবো। পুরো সময়টাই নিজেদের মতো করে কাটাবো।  

বিয়ের প্রায় তিনবছর পর হানিমুনে কেন জানতে চাইলে কোনাল বলেন, বিয়ের পর আমাদের দুজনের সময় ও সুযোগ কোনোটাই মিলছিল না। তবে দুজনের ইচ্ছে ছিল বিশেষ করে আমার খুব ইচ্ছে ছিল হানিমুনে গেলে হাওয়াইতেই যাবো।

নিয়তি ও সৃষ্টিকর্তায় বরকতে চলে এলাম। আর এই হানিমুনটা আমার আব্বু-আম্মু উপহার দিয়েছে বললেন কোনাল।

এই বিভাগের আরো খবর