সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

‘বিয়ে করতেই বা হবে কেন?’ সমাজকে প্রশ্ন ছুঁড়লেন রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সম্প্রতি তাঁর ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) করার পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী জানান, পেশাগত জীবনে আরও বেশি কিছু অর্জন করার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

 

আরেক অভিনেত্রী হুমা কুরেশির ইউটিউব চ্যানেলে দেওয়া এক কথোপকথনে রিয়া তাঁর ব্যক্তিগত ভাবনা ও সমাজের চাপ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

 

রিয়া জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি ডিম্বাণু সংরক্ষণের জন্য একজন গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি তাঁর মনের ভেতরের দ্বৈত অনুভূতির কথা ব্যাখ্যা করেন:

 

"এটা খুবই অদ্ভুত এক অনুভূতি। আপনার বডি ক্লক বলছে— এখন সন্তান নেওয়ার সময়, কিন্তু আপনার মাইন্ড ক্লক বলছে— তোমার তো ইতোমধ্যে এক সন্তান আছে— তোমার ব্র্যান্ড, তোমার বিজনেস, যেটাকে তোমাকে লালন করতে হবে এক শিশুর মতো।"

 

 

যদিও রিয়া সন্তানের বিষয়ে ভাবছেন, তবে বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। তিনি মনে করেন, বিয়ের কোনো নির্দিষ্ট বয়স থাকা উচিত নয়।

রিয়া প্রশ্ন তোলেন, "বিয়ে করতেই বা হবে কেন? কেন বিয়ে করতে হবে? এই চাপ শুধু নারীর ওপরেই কেন? পুরুষরা তো এই চাপ অনুভব করে না।"

 

তিনি ডিম্বাণু সংরক্ষণের যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন:

 

  • যেহেতু সুযোগ আছে, এটি করা উচিত।

  • তাঁর বেশিরভাগ বান্ধবীই ৪০-এর কোঠায় গিয়ে বিয়ে করেছে বা সন্তান নিয়েছে এবং সেই সময়টাই তুলনামূলকভাবে লাভজনক মনে হয়েছে।

  • রিয়া তাঁর ব্যক্তিগত লাভ-ক্ষতির তালিকা (Pros and Cons Excel Sheet) তৈরি করে দেখেছেন, ৪০-এর জয়।

 

 

অভিনেত্রী জানান, তিনি এখনও প্রস্তুত নন, কারণ তাঁর সামনে আরও কিছু পেশাগত লক্ষ্য রয়েছে যা তিনি পূরণ করতে চান।

রিয়া চক্রবর্তীকে সর্বশেষ ২০২১ সালে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’ সিনেমায় দেখা গিয়েছিল। টেলিভিশনে তিনি এমটিভি রোডিজ: কর্ম বা কাণ্ড–তে গ্যাং লিডার হিসেবেও ফিরেছেন।

এই বিভাগের আরো খবর