রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮১

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন সালমান-ক্যাটরিনা

খাইরুল ইসলাম,

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

 

বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বলিউডের তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই দুই ভারতীয় ছাড়াও দেশি-বিদেশি আরো অনেক খ্যাতনামা তারকা থাকবেন অনুষ্ঠানটিতে। আগামী ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানটি।

আগামী ১১ই ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এর তিনদিন আগে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে উদ্বোধনী দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে সালমান-ক্যাটরিনা উপস্থিত থাকবেন বলে জানান বিপিএল কমিটি। এই দুই ভারতীয় ছাড়া বলিউডের আরো অনেক তারকার সঙ্গে কথা বলা হবে বলে জানান বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, ‘সালমান, ক্যাটরিনা আসছে।

এছাড়াও সিনেমা জগতের তারকা জন আব্রাহাম, টাইগার শ্রফ, সংগীত জগতের তারকা এ আর রহমানের সঙ্গে কথা বলা হবে। তবে এদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’

১১ই ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে মোট ৭টি দল খেলছে। এবার মোট তিনটি ভেন্যুতে খেলা হবে; ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।

এই বিভাগের আরো খবর