শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

বিটিভিতে আসছে নতুন ধারাবাহিক

বিনোদন ডেস্ক    

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

আসছে ২৭ ফেব্রুয়ারি সোমবার থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নরসুন্দর’। মাতিয়া বানু শুকুর রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়।

‘নরসুন্দর’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, আরফান আহমেদ, আমানুল হক হেলাল, মিলন ভট্ট, সাজু খাদেম, সুজাত শিমুল, জয়রাজ, সানজিদা প্রীতি, আশরাফুল আশীষ, ইকবাল হোসেন, মুকুল সিরাজ, বাপ্পি আশরাফ, নাইরুজ সিফাত, টুনটুনি সুবহান, শারমিন ইতি, পার্শা, শাহাদাৎ হোসেন ও রফিক।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, নূরু একজন নাপিত, সে নিজেকে শুদ্ধ বাংলায় বলে নরসুন্দর। তার সেলুনটার নামও ‘নরসুন্দর’। তবে মাঝে-মধ্যে সে ভিআইপিদের বাড়িতেও যায় চুল কাটতে ও মাথা বানিয়ে দিতে। নূরুর কাছে চুল কাটার চেয়ে গল্প শুনতে বেশি আসে। নূরুও গল্প করতে ভালোবাসে। নূরুর গল্প শুনেই নূরুর সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিল সুইটি।

নূরুর সেলুনে চুল কাটাতে আসে লেখক, কবি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, হিজড়া, পাতি মাস্তান থেকে শুরু করে হিরো হওয়ার বাসনালিপ্ত তরুণও। নুরুর সঙ্গে সবার গল্পের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর এই নিয়েই ‘নরসুন্দর’ ধারাবাহিকের গল্প।

এই বিভাগের আরো খবর