সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৮

বিজলি হয়ে আসছেন বুবলী

বিনোদন ডেস্ক 

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩  

হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সিনেমার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিজীবন নিয়েও বেশ চর্চা হয়। সম্প্রতি এ অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। এ সিনেমায় বুবলীকে দেখা যাবে বিজলি নামের এক মেয়ের চরিত্রে। নির্মাতা জানান, সিনেমার গল্প ও চরিত্র বুবলীর বেশ ভালো লেগেছে, তাই তিনি যুক্ত  হয়েছেন।

নির্মাতা বলছেন, বুবলীকে নিয়ে প্রথমবার সিনেমা বানাচ্ছেন। তিনি আশা করছেন, সিনেমাটি নির্মাণের যাত্রা আনন্দময় ও সফল হবে। 
সিনেমার নায়িকা বুবলী নির্বাচিত হলেও তার সঙ্গে কাকে পর্দায় রোমান্স করতে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি। তবে এ সিনেমায় অভিনয় করবেন মিশা সওদাগর, আফজাল শরীফসহ অনেকে।

সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা।

এই বিভাগের আরো খবর