শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৫

বাবুবাজার চালের আড়তে অভিযান

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১ জুন ২০২২  

রাজধানীর বাবুবাজার এলাকায় চালের আড়তে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এসময় চাল মজুতকারী বিভিন্ন গুদামে লাইসেন্স আছে কি না- তা পরীক্ষা করা হয়।
বুধবার (১ জুন) দুপুর ১টার দিকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পরিচালক সেলিমুল আজম, উপ-পরিচালক ফয়সাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

সরেজমিন দেখা যায়, রাজধানীর বাবুবাজারের চালের আড়তগুলোতে বাজার দর পরিদর্শন ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের ঢাকা মহানগর বাজার মনিটরিং টিম। এসময় তারা বাবুবাজারের ১০টি চালের আড়তে তাদের লাইসেন্স পরীক্ষা ও অবৈধ চাল মজুদের বিষয়ে তদারকি করেন।

মাত্র একটি দোকানে ফুড গ্রেইন লাইসেন্স পাওয়া যায়নি জানিয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ অভিযান শুধু আজকের নয়। চলমান অভিযানের অংশ হিসেবে আজকে আমরা চালের বাজার মনিটরিং করছি।

jagonews24

দোকানগুলো তারা তাদের লাইসেন্স মেনেই ৩০ টন মাল ৩০ দিনের জন্য চালের মোকামে রেখেছে। ব্যবসা করছে। তবে একটা দোকানে তাদের লাইসেন্স পাইনি। তার ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

এসময় বাবুবাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন বলেন, প্রতিদিনই অভিযানে আসেন। আমরা প্রস্তত আছি। আমাদের কোনো দোকানে তারা অবৈধ মজুদ পায়নি।
এছাড়া লাইসেন্সের বিষয়ে সবসময় আমাদের কঠোর নির্দেশনা থাকে। এখন কেউ যদি খামখেয়ালি করে লাইসেন্স না রাখে সেই মাশুল তাদের দিতে হবে।

এই বিভাগের আরো খবর