শনিবার   ২৩ আগস্ট ২০২৫   ভাদ্র ৮ ১৪৩২   ২৮ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১

বাগছাস থেকে বের হয়ে স্বতন্ত্র থেকে এজিএস পদে লড়বেন হাসিব

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেল থেকে বের হয়ে স্বতন্ত্র থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাবি শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। 


রোববার (২৩ আগস্ট) দুপুরে মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন হাসিব। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, এর উত্তর পাওয়া যায়নি।

আসন্ন ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হলেও শেষ মুহূর্তে এসে দলীয় প্যানেল থেকে বের হওয়ার ঘোষণা দেন তিনি।

জানা যায়, হাসিবুল ইসলাম মূলত দুই পদে মনোনয়ন জমা দিয়েছেন। একটি এজিএস অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে জানা যায়।

এই বিভাগের আরো খবর