সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৯

বাংলাদেশ গণতন্ত্র চর্চায় ইতিহাস গড়েছে: আরব পার্লামেন্ট সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র চর্চায় ইতিহাস গড়েছে বলে মন্তব্য করেছেন আরব পার্লামেন্ট সদস্য আবদিহাকিম মোয়ালিয়াম আহমেদ। 

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় প্যান পাসিফিক সোনারগাঁ হোটেলের সুরমা হলে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ছিল।’ 

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারাদেশে ভোটগ্রহণ শেষ হয়।

এই বিভাগের আরো খবর