শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩৭

বরুড়া উপনির্বাচনে আনারসের প্রার্থীর পক্ষে গণজোয়ার!

বরুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

কুমিল্লার বরুড়া উপজেলা ১৩ নং আদ্রা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী মোঃ মাহফুজুর রহমান সেলিমের আনারস প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২০ অক্টোবরে আদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিযোগ রয়েছে নৌকার প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত কয়েকদিন পূর্বে মাহফুজুর রহমান সেলিম ও তার কর্মী বাহিনী নির্বাচনী প্রচারণা অতর্কিত হামলা চালায়। হামলায় মাহফুজুর রহমান সেলিমসহ ১০ জন আহত হন এবং মাহফুজুর রহমান সেলিমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে দেওয়া হয়। এই ঘটনার পর জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এলাকার দল মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্য বদ্ধ হয়ে মাহফুজুর রহমান সেলিমের নির্বাচনী প্রতীক আনারসের পক্ষে অবস্থান নিয়েছে। এলাকা সূত্রে জানা যায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হইলে মাহফুজুর রহমান সেলিম বিপুল ভোটে আনারস প্রতীকে জয়লাভ সময়ের ব্যাপার মাত্র।

এই বিভাগের আরো খবর