ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৮

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ মৃতদেহ উদ্ধার নিখোঁজ ৯

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোষ্টগার্ড সদস্যরা। এতে এখনও নিখোঁজ রয়েছে ৯ জন। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্টমার্টিন কোষ্টগার্ডের এক সদস্য জানিয়েছেন- চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি জানজাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারটি ডুবে ৪ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকীরা এখনও নিঁখোজ রয়েছে।

তিনি জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। এসময় অন্যান্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোষ্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবে যাওয়া ট্রেলারের এখনও সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি জানজাবিল নামে ট্রলারটি।

এই বিভাগের আরো খবর