রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৮

ফের মা হলেন সমীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

ফের মা হলেন অভিনেত্রী সমীরা রেড্ডি। শুক্রবার নবজাতকের ছবি শেয়ার করে নিজেই তার ভক্তদের খবর দিয়েছেন নায়িকা। ছবিতেও রেখেছেন নতুনত্বের ছোঁয়া। সদ্যোজাত মেয়ের হাতে নিজের হাত রেখে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন সমীরা। হংস সমীরার প্রথম সন্তান, তার বয়স ৪।

ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, শুক্রবার মেয়ের ছবি শেয়ার করে সমীরা ইনস্টাগ্রামে লিখেছেন, 'আজ সকালেই আমাদের ছোট্ট পরী এসেছে। আমার বেবি গার্ল! ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য। ব্লেসড'

সমীরার ফের মা হওয়ার সুখবরে একাধিক টেলিভিশন ও বলিউডের অভিনেতা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেগন্যান্সি চলাকালীন প্রায়ই ইনস্টাগ্রামে নতুন ছবি ও ভিডিও শেয়ার করতেন সমীরা। তার মুড সুইং, অ্যাডভেঞ্চারে ভরা পানির তলায় থাকা স্যুইমসুটের ফটোশুট-- সবই দর্শকের মন জয় করেছে।

২০১৪ সালে ব্যবসায়ী আকাশ ভারদের সঙ্গে বিয়ে করেছিলেন সমীরা।

এই বিভাগের আরো খবর