রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৮

ফেনী ল্যাব এইডে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

ফেনী ল্যাবএইড এ রাকিব আহসান নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত রাকিব দীর্ঘদিন ধরে নিজেকে নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ফেনী ল্যাব এইড ডায়গনিস্ট সেন্টারে রোগী দেখতো। ১২ জানুয়ারি শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ল্যাব এইড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীস্থ র‍্যাব-১১ এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ভুয়া ডাক্তার নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয় দানকারী রাকিব আহসান দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকার চৌমুহনী- মাইজদী প্রধান সড়কের পাশে অবস্থিত ল্যাব এইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টার থেকে আটক করা হয়। 

এ ঘটনায় ওই অভিযানে উপস্থিত বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ভ্রাম্যামান আদালত পরিচালনা করে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফয়সাল সহ প্রশাসনের কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর