বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৭ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

ফুজাইরায় প্রবাসীদের আইনি সচেতনতা বিষয়ক কর্মশালা

আরব আমিরাত,ব্লু চিপ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫  

 সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলীয় প্রদেশ ফুজাইরায় প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন বিষয়ক সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


স্থানীয় প্রশাসনের পৃষ্ঠপোষকতা এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিসের সহযোগিতায় শুক্রবার এ আয়োজন করে ফুজাইরা বাংলাদেশ সমিতি।


ফুজাইরা সমিতির নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলাল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।


প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।


এতে আমিরাত প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ, সোশ্যাল মিডিয়া ও ট্র্যাফিক আইন বিষয়ে ৩টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে এ বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়।


এসময় ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি বলেন, “আমরা বাংলাদেশ কমিউনিটিকে সহযোগিতা করে পাশে থাকতে চাই, আশা করি আপনারাও আমাদের সঙ্গে থেকে অপরাধ প্রতিরোধে অংশীদার হবেন। সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাস্তা পারাপারসহ আমিরাতের সব আইনকানুন মেনে চলতে হবে।”

 
রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “শতভাগ আইনের দেশ সংযুক্ত আরব আমিরাত, যে দেশটিতে এআই প্রযুক্তির মাধ্যমে অপরাধ শনাক্ত করা হয়। এখানে আমরা যা করছি সবই রেকর্ড হচ্ছে। সুতরাং যে যেখানে অবস্থান করি না কেন, সবাই যেন আইন-কানুন মেনে চলি।”


কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের উদ্দেশে বলেন, “আমাদের ভালো কাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফুজাইরা সিআইডি ও সাইবার অপরাধ দমন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট হামাদ মোহাম্মদ বিন নাইয়া আল তুনাইজি, ট্র্যাফিক ও লাইসেন্সিং বিভাগের প্রথম সহকারী ইয়াসের রশিদ আল হেফেইতি, ফুজাইরা কমিউনিটি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর ফাতিমা হামাদ আল ইয়ামাহি, মেজর মরিয়ম আলী আল জাহমি ও আহমেদ নাসের আল কিন্দি।


আয়োজনে ফুজাইরা বাংলাদেশ সমিতির সদস্য, কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সমিতির সংক্ষিপ্ত কার্যক্রম উপস্থাপন করেন হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলাম।

এই বিভাগের আরো খবর