মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেলেন ‘অ্যালেন স্বপন’

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫  

ওটিটি দুনিয়ায় ‘অ্যালেন স্বপন’ চরিত্রে পরিচিত অভিনেতা নাসির উদ্দিন খান এবার অভিনয় করলেন ভিক্ষুকের চরিত্রে। তবে অভিনয়ের মাঝেই ঘটে গেল অদ্ভুত এক ঘটনা—ফার্মগেটে ভিক্ষা করতে গিয়ে তিনি সত্যিই পেয়ে গেলেন প্রায় ৫০০ টাকা।

 

ঢাকার ফার্মগেটে ওয়েব সিরিজ ‘নয়া নোট’–এর শুটিং চলাকালে এই ঘটনা ঘটে। লুকানো ক্যামেরায় ভিক্ষুক সেজে ঘোরার সময় দর্শকেরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে টাকা দিতে থাকেন। নাসির জানান, “প্রথম দিনেই ঘুরে এসে দেখি টাকার একটা বান্ডিল জমে গেছে। পরে গুনে দেখা যায় প্রায় পাঁচ শত টাকা।”

 

যদিও বিষয়টি মজার মনে হলেও, হাত পেতে টাকার বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা তাকে নতুন উপলব্ধি দিয়েছে। তার ভাষায়, “এটা যে সহজ নয়, সেটি বুঝেছি। ভিক্ষা মানে আসলে এক ধরনের অসম্মান। যাদের অন্য কোনো উপায় নেই, তারাই এ পথে আসেন।”

 

‘নয়া নোট’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী। তিনি জানান, শুটিংয়ে নাসিরের হাতে যে টাকা ওঠে, সেটি স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে।

 

ওয়েব সিরিজটির গল্প এগিয়েছে ভিক্ষার ‘নয়া নোট’ ঘিরে, যেখানে জীবনের নানা বাস্তবতা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, দীপা খন্দকার, পার্থ শেখ, সমু চৌধুরী ও নওবা তাহিয়া। ইতোমধ্যেই এটি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

এই বিভাগের আরো খবর