সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

প্রমোদতরীতে ঘনিষ্ঠ মুহূর্তে ট্রুডো ও কেটি পেরি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  


কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি আবারও আলোচনার কেন্দ্রে। কয়েক মাস আগে কানাডার মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে দেখা যাওয়ার পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছিল। এবার নতুন কিছু ছবি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে—যেখানে প্রমোদতরীতে একে অপরের সান্নিধ্যে সময় কাটাতে দেখা গেছে এই জুটিকে।

ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি প্রমোদতরীতে রয়েছেন কেটি ও ট্রুডো। কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক, আর ট্রুডো ছিলেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় জিন্সের ট্রাউজারে। ছবিগুলোতে তারা একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাতে এবং চুম্বনরত অবস্থায় ধরা পড়েন।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমটিকে জানিয়েছেন, প্রমোদতরীটি এক পর্যায়ে অন্য নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয়—সম্ভবত জনসম্মুখের দৃষ্টি এড়াতে।

তবে এখন পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। তবু সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছবিগুলো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর এই অন্তরঙ্গ মুহূর্ত তার ভাবমূর্তিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। অন্যদিকে, পপ তারকা কেটির ভক্তরাও এখন অপেক্ষায়—এই সম্পর্ক নিয়ে দু’জনের মুখ খুলতে কতটা সময় লাগে।

এই বিভাগের আরো খবর