মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৪৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫  

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) 'দৈনিক তরুণ কন্ঠ'সহ দুটি অনলাইন নিউজ পোর্টালে ‘অন্তঃস্বত্ত্বা নারীকে মারধরের অভিযোগ ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুহুল আমিন।

 

 

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, গত ২৩শে অক্টোবর আমার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এমন মিথ্যা অভিযোগ এনেছে।

 

 

রুহুল আমিন বলেন, সকালে ঘুম থেকে ওঠে আমি চিল্লা পাল্লা শুনতে পাই। সেখানে গিয়ে দেখি আমার ভায়রা ভাইকে তারা মারধর করতেছ। জিহাদ বাসা থেকে দা নিয়ে আসে, আমি তা ফেলে দেই এবং আমি তাদেরকে ছাড়িয়ে দেই। জিহাদের হাতের দা নিতে গিয়ে আমার হাত কেটে যায়। তারপরও আমি তাদেরকে থামিয়ে দিয়ে বাড়িতে চলে আসি।

 

 

রুহুল বলেন, অন্তঃসত্ত্বা ওই নারীকে আমি কেন কেউই মারধর করেনি। এটা মিথ্যাচার। ঐ স্থানে ঐ অন্তঃসত্ত্বা নারী ছিলো কিনা তাও দেখিনি।

 

 

এ ঘটনায় আমার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমার দলীয় স্থানীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এই বিভাগের আরো খবর