শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

ভালুকায় “বন উজাড় করে কয়লা হুমকির মূখে পরিবেশ“ শিরোনামে গত ৭জুলাই বুধবার কয়েটি অনলাই নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয় । যা ওই সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে । সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বন থেকে আনা শাল গজারী কাঠ ও অন্যান্যকাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে সংবাটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন । আমি আঃ কাদের মিয়া ‘স‘ মিল থেকে বাকল পুড়াইয়া কোন সময় কয়লা করিলেও তাহা বর্তমানে কারখানাটি সম্পূর্ন বন্ধ রয়েছে । আমি কখনই শাল গজারী ও সামাজিক বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করি নাই । - নিবেদক আঃ কাদের মিয়া

এই বিভাগের আরো খবর