ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩১

পাকিস্তান ঘুরে দাঁড়াবেই: হাফিজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০১৯  

ভারতের বিপক্ষে শোচনীয় হারের দু:স্মৃতি পেছনে ফেলে আজ মাঠে নামছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দিদের বিপক্ষে ৮৯ রানে হারার পর হতাশায় মুড়ানো দিনগুলো পেছনে ফেলে বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। এমনটিই জানিয়েছেন মোহাম্মদ হাফিজ। অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ‘লিগ টেবিলে যখন আমাদের টিমকে নয় নম্বরে দেখি, তখন প্রচণ্ড যন্ত্রণা হয়।’

হাফিজের কথায়, ‘আমরা এখন পর্যন্ত দল হয়ে খেলতে পারিনি। ব্যক্তিগত দক্ষতা কিছু ক্ষেত্রে দেখাতে পারলেও টিমগেম না থাকলে জেতা সম্ভব নয়।’

বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য পাক অধিনায়ক সরফরাজকে দায়ী করার বিরোধিতা করে হাফিজ বলেছেন, ‘খারাপ পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত কাউকে দায়ী করা ঠিক নয়। পুরো টিম এর জন্য দায়ী।’

‘আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে আপনি দায়ী করতে পারেন না। দায় সবারই সমান। এখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার দলীয় প্রচেষ্টা। ভালো দিকটা হল, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জয়ের ধারায় ফিরতে চাই আমরা’, যোগ করেন হাফিজ।

সমালোচনার ক্ষেত্রে মিডিয়াকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাফিজ। বলেছেন, ‘মিডিয়া গঠনমূলক সমালোচনা করুক। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা আমাদের দুঃখ দিচ্ছে। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা হচ্ছে। আমাদের পরিবারকে জড়ানো হচ্ছে। বলা হচ্ছে, টিমের মধ্যে নাকি অনেক গ্রুপ। এটা সম্পূর্ণ মিথ্যা।’

এরপরই হাফিজ প্রশ্ন তুলে দেন, ‘যখন টিম জেতে, তখন তো এসব কথা বলা হয় না?’

আজ পাকিস্তান নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে হাফিজদের। এর পর পাকিস্তান খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই তিনটি ম্যাচও জিতে হবে।

পরিসংখ্যান বলছে এ পর্যন্ত ৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান। পাকিস্তান জিতেছে ২৭ ম্যাচে আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০ ম্যাচে। একটি ম্যাচ ফলহীন ড্র হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে আছে প্রোটিয়ারা। তবে পাকিস্তান আজ জিততে মরিয়া।

এই বিভাগের আরো খবর