রোববার   ১৯ অক্টোবর ২০২৫   কার্তিক ৪ ১৪৩২   ২৬ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

পাওলি দাম এবার সিরিয়াল কিলারের ভূমিকায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫  

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী **পাওলি দাম** নতুন রূপে হাজির হচ্ছেন। জি-ফাইভ বাংলার ওয়েব সিরিজ **‘গণশত্রু’**-তে তিনি ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে দেখা যাবে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

গত শনিবার সিরিজটির **ট্রেলার ও ফার্স্ট লুক** প্রকাশিত হয়েছে। সেখানে পাওলিকে রহস্যময় অভিব্যক্তি ও তীক্ষ্ণ চাহনিতে দেখা গেছে, যা দর্শকের কৌতূহল আরও বাড়িয়েছে।

 

পরিচালক **শমীক রায়চৌধুরী** এই ক্রাইম থ্রিলার সিরিজটি তৈরি করেছেন **মোট পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে**। এর একটি গল্প ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’-কে ঘিরে। সমাজের অবমাননার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে তিনি কিলারের পথে চলে যান। চরিত্রটির ঐতিহাসিক উল্লেখ প্রিয়নাথ মুখার্জির লেখায় পাওয়া যায়।

 

সিরিজে আরও থাকবে কলকাতার কুখ্যাত অপরাধীদের কাহিনী— **হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যান**। এই চরিত্রগুলোয় অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি।

 

ওয়েব সিরিজ **‘গণশত্রু’** মুক্তি পাবে **৩১ অক্টোবর, জি-ফাইভ বাংলায়**।
 

এই বিভাগের আরো খবর