বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৬

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসা`কে কেন্দ্র করে সংঘর্ষ অগ্নিসংযোগ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসা'কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার(৩-মার্চ) জুম্মার নামাজের পর সংঘর্ষ শুরু হয়ে এখন সন্ধ্যা (৬টা) পর্যন্ত চলছে। এর মধ্যে পঞ্চগড় ট্রাফিক পুলিশ অফিসে অগ্নিসংযোগ দুটো ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পঞ্চগড় বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট, ফুলতলা বাজারে আহমদিয়া সম্প্রদায়ের মালিকানাধীন কয়েকটি দোকানে অগ্নিসংযোগ, তাদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ, বিজিবি, র্যাব, সাংবাদিক সহ সাধারণ মানুষের বেশকিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। জেলা শহরের সড়কে একাধিক স্থানে রাস্তার উপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ, সাংবাদিক সহ সাধারণ মানুষ আহত হয়েছে অনেক। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা সহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রচুর ইটপাটকেল পাওয়া গেছে। সাংবাদিকদের উপর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটার ফলে শতভাগ তথ্য সংগ্রহ সম্ভব হয়নি । তবে বিভিন্ন স্থান থেকে সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সংঘর্ষ চলছে। তবে ঘটনাটি কারো ইন্ধনে সুপরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দ্বাবী সকলের।।

এই বিভাগের আরো খবর