বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তা প্রতিবাদে সড়ক অবরোধ

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫  

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী অটোরিকশায় হেনস্তার শিকার হয়েছেন। এ সময় হেনস্তাকারীরা ওই ছাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়।

 

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত সোয়া ১০টা থেকে নোয়াখালী-কুমিল্লা-লক্ষ্মীপুর,-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয় তীব্র যানজট ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জানান, কলেজের সব ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আজ কলেজ ক্যাম্পাসে ইফতার ও দোয়া মাহফিল ছিল।

 

ইফতার শেষে কলেজের ১৫তম ব্যাচের ওই ছাত্রী সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাসায় যাওয়ার উদ্দেশে চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি সিএনজিতে ওঠেন। তখন হেনস্তার শিকার হন। একপর্যায়ে তাঁর কাছে থাকা মোবাইল ফোন এবং ব্যাগে থাকা টাকাপয়সা নিয়ে যায়।

এই বিভাগের আরো খবর