রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৪

নিহত তিন ক্রিকেটার, পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫  

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারসহ অন্তত ৪০ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে **আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)**।

 

আগামী নভেম্বরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর, চলার কথা ছিল ২৯ নভেম্বর পর্যন্ত।

 

শনিবার এক বিবৃতিতে এসিবি জানায়, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলায় সীমান্ত এলাকায় পাকিস্তানি হামলায় তিন স্থানীয় ক্রিকেটার—**কবির, সিবগাতুল্লাহ ও হারুন**—নিহত হয়েছেন। তারা শরানা শহরে একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

 

এসিবি এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিবৃতিতে জানায়,

 

> “আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা জেলার সাহসী ক্রিকেটারদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে, যারা পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন। এটি আফগানিস্তানের ক্রীড়া পরিবার ও ক্রিকেট সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

 

সংস্থাটি আরও জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং চলমান পরিস্থিতিতে সংহতি প্রকাশের অংশ হিসেবে আফগানিস্তান আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

এই সিরিজটি চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ত্রিদেশীয় আসর হতে যাচ্ছিল। তবে এটিই হতো আফগানিস্তানের প্রথম পূর্ণাঙ্গ পাকিস্তান সফর, যেখানে তারা সরাসরি পাকিস্তানের বিপক্ষে খেলত।

 

আগের সূচি অনুযায়ী, আফগানিস্তান ও পাকিস্তান ১৭ ও ২৩ নভেম্বর উদ্বোধনী ও গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল।

 

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার পর সেই সম্পর্ক আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
 

 

এই বিভাগের আরো খবর