বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮১

নাগরদোলা থেকে ছিটকে পড়ে শিশুসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৩  

ঝালকাঠিতে রূপসী বাংলা মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী পুতুল বেগম (৩৫) এবং রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)।

মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান চিকিৎসকরা।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নবীন কুন্ডু বলেন, তিনজন গুরুতর আহত হয়েছেন। ছোট শিশুটির মুখের নিচের অংশ ফেটে গিয়ে বেশ রক্ত ঝরেছে। উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশাল পাঠিয়েছি।

কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এই বিভাগের আরো খবর