শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৪

নাইজারে জঙ্গি হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাইজারে জঙ্গি হামলায় নিহত ২২ নাইজারের পশ্চিমাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ২২ জন নিহত হয়েছেন। মোটোগাটটা গ্রামের নিকটবর্তী একটি এলাকার বাসিন্দারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সোমবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

 

স্থানীয় নির্বাচন কর্মকর্তা বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে আত্মঘাতী  হামলাকারীও আছেন।


সরকারি কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা স্থানীয় সময় বিকেল চারটার দিকে মোটরবাইকে করে এসে গ্রামটিতে হামলা চালায়। হামলাকারীরা গুলি চালিয়ে মানুষকে হত্যা করে।


নাইজারে বেশ কয়েক বছর ধরেই জঙ্গি দলগুলো সক্রিয়। প্রতিবেশী মালি, বুরকিনা ফাসো থেকে জঙ্গি হামলা চলে দেশটিতে।


গত ২৬ জুলাই সামরিক নেতারা নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে উৎখাত করেন। গত ১৭ ডিসেম্বর অভ্যুত্থানকারী নেতা জেনারেল আবদোরাহমানে চিয়ানি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান। বিশৃঙ্খলা দমনে সেনাবাহিনী বেশ কয়েকটি সাফল্য দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরো খবর