রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

জাহানারার যৌন হয়রানির অভিযোগে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

স্পোর্টস রিপোর্টের, মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড।

 

বৃহস্পতিবার রাতে তদন্তের সিদ্ধান্ত জানানো হলেও, দুই দিন পর শনিবার আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির নারী পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

 

বোর্ড জানিয়েছে, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন, মঞ্জুরুল ইসলাম তাকে অনৈতিক প্রস্তাব দেন ও যৌন হয়রানির শিকার করেন। তিনি আরও বলেন, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করেছিলেন। জাহানারা দাবি করেন, গত চার বছরে একাধিকবার বিসিবির উচ্চপর্যায়ে অভিযোগ করেও কোনো পদক্ষেপ দেখতে পাননি।

 

এই ঘটনার পর বিসিবির দ্রুত তদন্ত কমিটি গঠন ক্রিকেট মহলে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 

এই বিভাগের আরো খবর