শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

নববর্ষের অনুষ্ঠান নিয়ে অপপ্রচার চালানো রাজ তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বুধবার রাজকে আদালতে হাজির করা হয়। এ সময় রমনা থানর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষ বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) রমনা থানার বেইলি রোড থেকে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা জাগো নিউজকে বলেন, গ্রেফতার রাজ ফেক আইডি থেকে হুমকি দেন- ‘পহেলা বৈশাখ পালন করা বিদাত। পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেলে খবর আছে। অনুষ্ঠানে বোমা হামলা হতে পারে, একসময় রমনা বটমূলের কথা সবার মনে আছে। নিজের জীবন বড় না পহেলা বৈশাখ বড়’। এমন নানা নেতিবাচক কথা লিখে উগ্র প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উগ্র মতবাদপুষ্ট পোস্ট ও ভিডিও দেখে উগ্রবাদে ঝুঁকে পড়েন। এরপর ফেসবুকে ফেক আইডি খুলে ‘গাজওয়াতুল হিন্দ’ নামক ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেন।

এই বিভাগের আরো খবর