বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

নতুন যুগের গল্পে নেতৃত্ব দিচ্ছেন মধ্যবয়সী অভিনেত্রীরা: তামান্না

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫  

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী **তামান্না ভাটিয়া** মনে করেন, নায়িকাদের ক্যারিয়ারে বয়স কোনো বাধা নয়। বরং বর্তমান সময়ের চলচ্চিত্রে **মধ্যবয়স্ক অভিনেত্রীরাই নতুন যুগের গল্পের নেতৃত্ব দিচ্ছেন।

 

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামান্না বলেন, “একসময় ভাবতাম মাত্র ১০ বছর কাজ করব। ৩০ পেরোলেই বিয়ে করে সংসার করব, সন্তান মানুষ করব। কারণ তখন কমবয়সী অভিনেত্রী ছাড়া কাউকেই কাস্ট করা হতো না।”

 

তিনি আরও বলেন, “সেই সময়ের ট্রেন্ড দেখে এমন ভাবনা ছিল। কিন্তু কাজ করতে করতে এখন বয়স ৩৫ পার করেছি, আর মনে হচ্ছে—আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে এই ইন্ডাস্ট্রিকে। বয়স এখন আর কোনো বিষয় নয়।”

 

তামান্না মনে করেন, সময়ের সঙ্গে সিনেমার ধারা বদলে গেছে। এখন মধ্যবয়স্ক অভিনেত্রীদের জন্য **বিশেষ চরিত্র ও গল্প লেখা হচ্ছে**, আর সেই চরিত্রগুলোও পর্দায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।

 

নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ে দাঁড়িয়ে তামান্না বলেন, “এখনকার দর্শক গল্প চায়, চরিত্র চায়। নায়িকার বয়স নয়, তার অভিনয় আর আত্মবিশ্বাসই নির্ধারণ করে সে কতদূর যেতে পারবে।”
 

 

এই বিভাগের আরো খবর