ব্রেকিং:
জাকসু নির্বাচনের ফলাফল পেতে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫১

নতুন ইতিহাস গড়লেন আব্দুর রাজ্জাক

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

বেশ টালমাটাল অবস্থা বাংলাদেশের ক্রিকেটে। সাকিব আল হাসানকে আইসিসি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের অপরাধে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। এরই মধ্যে নতুন একটি খুশির খবর পেল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে খুলনার বিভাগের হয়ে রংপুর বিভাগের বিপক্ষে এই কীর্তি গড়েন রাজ্জাক।

আর ৪৭৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র।

এই কীর্তি গড়তে রাজ্জাকের প্রয়োজন ছিল ছয় উইকেট। আজ ম্যাচের প্রথম দিনেই সাত উইকেট নিয়ে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

গত বছর ৫০০ উইকেট পেয়েছিলেন রাজ্জাক। ৫০০ পেতে ১১৩ ম্যাচ খেলেছিলেন তিনি। আর ১৩২তম ম্যাচে পেলেন ৬০০ উইকেট।

শুধু তাই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি বার পাঁচ উইকেটও নিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৩৯ বার পাঁচ উইকেট পান তিনি।

রাজ্জাকের ইতিহাস গড়ার দিনে ২২৪ রানে ইনিংস গুটিয়ে নেয় রংপুর। আর রাজ্জাক ২৪.১ ওভারে ৬৯ রানে সাত উইকেট শিকার করেন। জবাবে খুলনা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করে নয় ওভারে ২৪ রান। তারা হারিয়েছে দুই উইকেট।

এই বিভাগের আরো খবর