সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৫

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫  

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করেছে। কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি যৌক্তিক, তবে এজন্য জমি ও কোটি কোটি টাকার প্রয়োজন।”

কলেজ থেকে পাস করা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আমি এ কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আপনারা হাল ধরুন যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়।”

অনুষ্ঠানে লাকসামকে বিভাগ করার দাবির বিষয়ে বদিউল আলম বলেন, “বিভাগ হলে সুবিধার চেয়ে নানান দুর্নীতি বাড়বে।” কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানটিতে শিল্পী মনির খান সংগীত পরিবেশন করেন।

এই বিভাগের আরো খবর