ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২২

নওগায় দুদক-এর দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল নওগাঁ

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

নওগাঁয় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে দূর্নীতি দমন কমিশন নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি। 

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল প্রতিরোধ নয়, দমনই দূর্নীতি নির্মূলের কার্যকরী উপায়।

চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় এবং নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে। সেরা বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আতকিয়া আন্জুম।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন।

নওগাঁ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের দূর্নীতি দমন কমিশন নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।

এ সময় নওগাঁ সরকারী কৃষ্ণধন উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালযের শিক্ষক, শিক্ষার্থী, দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সদর উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই বিভাগের আরো খবর