রোববার   ৩১ আগস্ট ২০২৫   ভাদ্র ১৫ ১৪৩২   ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

দেশটাকে আপনারা বয়েলিং পয়েন্টে নিয়ে গেলেন : মেঘমল্লার বসু

 অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫  

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (একাংশ) নেতা মেঘমল্লার বসু নিজের ফেসবুক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শনিবার এক পোস্টের মাধ্যমে তিনি চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। জানান, দেশটাকে বয়েলিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে।

মেঘমল্লার বসু লেখেন, ‘শাহ পরাণের মাজারে শিন্নী বন্ধ হবে, দরবার ভাঙবে, জুলাইয়ে স্পষ্ট আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়া লোকজনও তাদের প্রো একাত্তর অবস্থানের জন্য আক্রান্ত হবে।


কিন্তু তার প্রতিবাদ করলেই মুশকিল, ‘আওয়ামী বয়ান পুনরুৎপাদনের পাঁয়তারা।’

 
তিনি আরো লেখেন, “শেখ হাসিনার অথোরিটেরিয়ান ‘সন্ত্রাস দমন আইন’ ব্যবহার করে মানুষকে আটক করলে সেখানে ফ্যাসিবাদ দেখা যাবে না। যারা ৫ বছর ইউনূস চাই বলে গলা ফাটাল ইন্টেরিমের চরম ব্যর্থতার পর তাদের কাউকেই দায় নিতে হবে না। যারা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মামলা খেল তারা জুলাইয়ের পরীক্ষিত যোদ্ধা হলেও তাদের আওয়ামী লীগের দোসর বলাও জাস্টিফাইড হবে।



সবশেষে হতাশার কণ্ঠে মেঘমল্লার বসু লেখেন, ‘দেশটাকে আপনারা বয়েলিং পয়েন্টে নিয়ে গেলেন। ভালোই। চালায়ে যান। এইসব গা জোয়ারি বেশি দিন অবশ্য টিকে না।


 
আসন্ন ডাকসু নির্বাচনে বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের উদ্যোগে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু। তিনি জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়াই করছেন। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রী ৬২ জন। ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর।

এই বিভাগের আরো খবর