বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৩

দুর্ঘটনার কবলে রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪  

বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে দূরে আছেন। সম্প্রতি তিনি তার ভক্তদের সঙ্গে একটি স্বাস্থ্য আপডেট শেয়ার করেছেন যে গত মাসে একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং বর্তমানে সুস্থ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের একটি ছবিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে বা আমাকে জনসমক্ষে দেখা গিয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল এবং আমি সুস্থ হয়ে উঠছিলাম। ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম। আমি এখন আরও ভালো আছি।’ 


স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন, ‘সর্বদা নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন কারণ জীবন অত্যন্ত ভঙ্গুর এবং সংক্ষিপ্ত এবং আমরা জানি না যে আমাদের আগামীকাল থাকবে কিনা তাই প্রতিদিন সুখ বেছে নিন।’

সেই লাইভে ভক্ত-অনুরাগীরা যুক্ত রাশমিকার সুস্থতা কামনা করেছেন। একজন লিখেছেন, ‘আপনি ভালো বোধ করছেন শুনে খুব খুশি হলাম। দুর্ঘটনা কঠিন হতে পারে, তবে আপনাকে এমন ইতিবাচকতা এবং শক্তি নিয়ে ফিরে আসতে দেখে খুব ভাল লাগছে।’  আরেকজনের ভাষ্য, ‘তুমি ভাল আছো শুনে খুব খুশি হয়েছি রাশমিকা।’

উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ রণবীর কাপুরের সঙ্গে  অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। এরপর  তিনি 'পুষ্পা ২: দ্য রুল'-এ শ্রীবল্লীর ভূমিকায় অভিনয় করবেন, যা আল্লু অর্জুনেরও কামব্যাক ছবি। ‘ছাওয়া’ ছবিতে তাঁকে দেখা যাবে  ভিকি কৌশলের বিপরীতে।

এই বিভাগের আরো খবর