মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

দুই মেয়াদ শেষ, তবুও থামছেন না ট্রাম্প-নতুন বিতর্কে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি চাইলে তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান স্পষ্টভাবে  উল্লেখ আছে, কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না।

 

সোমবার (২৭ অক্টোবর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি এটা করতে চাইব। আমার জনপ্রিয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।” তিনি তখন জাপান সফরের পথে ছিলেন। বর্তমানে ৭৯ বছর বয়সী ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সম্প্রতি “Trump 2028” লেখা টুপি ও স্লোগান মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। হোয়াইট হাউস গিফট শপে ইতিমধ্যেই এমন টুপি বিক্রি হচ্ছে। গত আগস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে টুপিগুলো দেখান ট্রাম্প, যা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, “কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।” প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের চার মেয়াদের পর এই সংশোধনীটি ১৯৫১ সালে কার্যকর হয়।

 

আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানে তৃতীয় মেয়াদের কোনো সুযোগ নেই। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়েন আঙ্গার বলেন, “এই বিষয়ে আদালত স্পষ্ট বলবে, না, দুই মেয়াদই সীমা।” ট্রাম্প যদি তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে চান, তবে সংবিধান সংশোধন করতে হবে। এর জন্য কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সমর্থন এবং যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৮টির অনুমোদন লাগবে। যা বাস্তবে অত্যন্ত কঠিন। বর্তমানে রিপাবলিকানদের কংগ্রেসে সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, এই মাত্রার পরিবর্তন সম্ভব নয় বলেই ধারণা করা হচ্ছে।

কিছু সমর্থক মজা করে বলছেন, ট্রাম্প যদি প্রেসিডেন্ট হতে না পারেন, তবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে পরে দায়িত্ব নিতে পারেন। তবে সংবিধানের ১২তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না হলে ভাইস প্রেসিডেন্টও হওয়া যায় না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি সেটা করতে পারতাম, কিন্তু এটা জনগণ পছন্দ করবে না। এটা খুব চালাকি হবে, ঠিক নয়।”

সাম্প্রতিক কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, ট্রাম্পের সমর্থন ৪০ শতাংশে নেমে এসেছে, যেখানে ৫৪ শতাংশ ভোটার অসন্তুষ্ট। তবুও রিপাবলিকান ঘাঁটিতে তার জনপ্রিয়তা এখনো প্রবল। একই সঙ্গে, ল্যাঙ্গার রিসার্চ অ্যাসোসিয়েটস-এর জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার বিষয়টি সত্যিই বিবেচনা করছেন, যদিও ৮০ শতাংশ নাগরিক এ ধারণার বিরোধিতা করেছেন।

২০১৮ সালে এক সমাবেশে ট্রাম্প মজা করে বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো আমিও আজীবন প্রেসিডেন্ট হতে পারি। এরপর বিভিন্ন প্রচারণায় তিনি সমর্থকদের “আরও ১২ বছর” বা “১৬ বছর” চিৎকার করতে উৎসাহ দেন।

এখনও যদিও তিনি সরাসরি কোনো আইনি পদক্ষেপ না নিলেও “Trump 2028” প্রচারণা পণ্যে তার উপস্থিতি এবং সাম্প্রতিক মন্তব্যগুলোই প্রমাণ করছে, তৃতীয় মেয়াদের সম্ভাবনা নিয়ে তিনি আলোচনায় থাকতে চান।

এই বিভাগের আরো খবর