শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৩

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯  

দুই তরুণীর সঙ্গে প্রেম করছিলেন যুবক। কিন্তু ত্রিভুজ প্রেমের দুই প্রেমিকাকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হয়েছে তাকে। একই অনুষ্ঠানে ধুমধামের সাথে দুই প্রেমিকাকে বিয়ে করেন তিনি।

 সম্প্রতি ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘হানি নাইন ডক কম’।

খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার ওই যুবক ত্রিভুজ প্রেমে জড়িয়ে পড়েন। পরে দুই প্রেমিকাকেই যথাযথ প্রক্রিয়ায় বিয়ে করেন। তবে ওই দুই প্রেমিকার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা তা খবরে উল্লেখ করা হয়নি।

বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণ করে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একই অনুষ্ঠান দুই প্রেমিকা রয়েছেন কনের বেশে। আর মাঝখানে বরের বেশে রয়েছেন ওই যুবক। এরপর তাদের বিয়ে সম্পন্ন হচ্ছে।

এই বিভাগের আরো খবর